লাবিব মাহফুজ
তব করুণায় প্রিয় বাঁধিও আমারে
মায়াময়, শ্রীচরণ মায়ারও সাগরে।
কি জানি, অভিমানী, দিনরজনী
কাতর হিয়াতলে রহি প্রতিক্ষিয়া,
কি আশা প্রাণে, সুদূর স্বপনে
হেরিবো বলে, রহি নিরখিয়া!
সকরুণ নিবেদন, আসো প্রাণে প্রেমোধন
উজল করিয়া রহ, হৃদি মন্দিরে!
হৃদয় যমুনায়, রাধা প্রাণ উছলায়
নিরুপায় পাষানে, বাঁধিয়া হিয়া,
শ্যামের চাতকী মন, রহে বাঁধা অনুক্ষণ
পরানে শ্রীচরণ, শরণও চাহিয়া।
না হইয়া পাষাণ প্রিয়, নিত্য প্রাণে আসিও
বাঁশরী বাজাইও মোর, হৃদয়ও বাসরে!
রচনাকাল – 09/02/2021