সংগীত – আজি প্রেয়সী আমার

লাবিব মাহফুজ

আজি প্রেয়সী আমার গোধূলী বাসরে
এসেছিলে প্রেমও সাঝে, নেঁচে বেণু সুরে।

যে বেণু সুরে মোর নয়নও পাতে
আসে চকিত চাহনী সম, প্রেমও প্রভাতে।
রবির ও কিরণে ভেসে, অনুরাগ আবেগে মিশে
শুনাও আমারে গান, বসন্ত সমীরে।

নির্মল গোধূলীর ঝিরঝির বাতাসে
এ হৃদয়ে বাজে তব, সুর নাম হরষে।
অনন্ত গগণে দেখি, তোমারী সে রূপ পাখি
সে রূপে ধরিয়া প্রাণ, রাখিবে আমারে।

রচনাকাল – 06/06/2014

আপন খবর