আপন ফাউন্ডেশন

সংগীত – মানবতন এই মসজিদ ঘরে

Date:

Share post:

লাবিব মাহফুজ চিশতী

মানবতন এই মসজিদ ঘরে
নামাজ পড়ে পয়গম্বরে
মুক্তাদি রয় কাতারে কাতার – বাদী মন আমার
খুঁজলে পাবি তৌহিদের খবর।

উলুহিয়াত গঞ্জজাতে, আনফুসিকুম দেখো তাতে
প্রকাশ আছে কোরানের ভেতর,
এই মানব দেহ জায়নামাজে, নবী রত আপন কাজে
মুর্শিদ রূপে প্রকাশ নিরন্তর।

এ দেহে আঠারোটি সেজদা দিয়া, আঠারো মোকাম বানায়া
নবী সায়ের করে মদিনা শহর,
অধম লাবিব বলে চিনলে নবী, আহমদে আহাদ পাবি
মোরাকাবায় মুর্শিদ নিরিখ ধর।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 24/03/2025

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles