লাবিব মাহফুজ
আমার সোনার দেশ
আমার প্রাণের দেশ,
সবুজ শ্যামল দেশ
আমার প্রিয় বাংলাদেশ।
যে দেশে দখিনা মলয় হৃদয় ছোঁয়ায়
যে দেশে নীল ঐ আকাশ, মাটিতে ঘুমায়।
এ দেশে জন্মেছি তাই ধন্য আমি –
আমার জন্মভূমি, সোনার বাংলাদেশ।
যে দেশে আযান হলে এক কাতারে
রাজা প্রজা ধনী গরিব, নামাজ পড়ে।
আবার, সাথে সাথে শঙ্খধ্বনীর আওয়াজ শুনে
মন্দিরেতে যায় ছুটে যায় হিন্দু গণে।
যে দেশে শ্রেণী বর্ণ নাই ভেদ এক লেশ –
সে আমার সোনার দেশ।
যে দেশে হাজী গাজী ওলী দরবেশ
যে দেশে মুনি যোগী সাধক তাপস
প্রচার করে স্রষ্টার নাম, পার তরীর খবর
সে দেশে জন্মে আমি করি অহংকার।
সে এমনি এক দেশ –
প্রেম প্রীতি সৌহার্দ্য নিয়ে, করছি মোরা বাস
সে আমার সোনার দেশ।
রচনাকাল – 02/10/2010