লেখক – লাবিব মাহফুজ চিশতী
পাল তোলা এক নাও ভেসে যায়, ভাব দরিয়ার কূলে
নাও ভাসে এশকেরী সলিলে।
অপরূপ রূপের সালতি, পালে পঞ্চরংয়ের জ্যোতি
তপ্তকাঞ্চন রূপ বিভূতি, নিত্য শতদলে –
দিনরজনী চলে সে নাও, স্রোতের প্রতিকূলে।
সপ্ত কাষ্ঠের নৌকাখানা, মাঝি মাল্লা বারো জনা
পথেতে রয় তিনটি থানা, ত্রিমোহনার তলে –
পবন মাঝি হাল ধরে রয়, চেয়ে উর্দ্ধমূলে।
হাহুত লাহুত নাছুত মলকুত জবরুতে নাও ঘূরে
চল্লিশ দিন ভ্রমিয়া নৌকা, ভিড়ায় কূলের ধারে –
লাবিবের হইল দূর্গতি, পবন মাঝির নিরিখ ভূলে।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 27/05/2025