আপন ফাউন্ডেশন

বাণী – মানবী জান্নাত

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. তোমার সুখ তো তোমার আপন সন্তুষ্টির মধ্যে। সুখকে সেখানেই খুঁজো।

2. পন্ডিতি ছাঁচ ঝেড়ে ফেলে শিশুসুলভ সরল হতে চেষ্টা করুন। তবেই মনে উদয় হবে ভাব সারল্যের।

3. ঈশ্বর শুন্যস্বর্গে কভূও থাকেন না। তিনি থাকেন মানবী জান্নাতের মানমন্দিরে।

4. সকলকে আপন করে নেয়ার জন্য সকলেই আছে। তুমি শুধু তোমার হও।

5. জীবন থাকতেই বাঁচতে শিখো। তাহলেই তোমাদের আর মরতে হবে না।

6. এ কেমন বিবেক? হৃদয়ের জাগ্রত ঈশ্বরকে মাটিচাপা দিয়ে বাইরে হাত পাতছো নির্লজ্জের মতো!

7. প্রভূর তীর্থেই প্রভু আছেন। তুমি শুধু প্রভুর শরণ নাও।

8. আমরা বাহ্যিক মূল্যমান নির্ধারন করি অন্তরের মূল্যায়ন দ্বারা। অতএব, আমাদের বাহ্যিক দৃষ্টিভঙ্গি- ই প্রমান করে আমাদের অন্তরে কি?

9. তোমার হৃদয় যদি নির্দয় হয়, জেনে রাখো, কষ্মিনকালেও তুমি কারো দয়া পাবে না।

10. হৃদয় যার প্রভুতে অনুগত ও সমর্পিত নয়, তার কোনো ইবাদত ই গ্রহনযোগ্য নয়।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles