সংগীত – নামাজ নামাজ শুনি সদায়

লাবিব মাহফুজ

নামাজ নামাজ শুনি সদায়
কি ‍রূপ নামাজ বুঝি না,
স্বরণ ছাড়া নামাজ হয়না
দলিল প্রমান দেখোনা।

খারাপ হতে ফেরায় নামাজ
নামাজে সবাই কি ছাড়ে মন্দ কাজ
নাকি নামাজ পড়ে দেখাও সমাজ
সে নামাজে মুর্শিদ পাবে না।

নামাজ পড়ো হুজুরী দেলে
রিয়া অহংকার পেছনে ফেলে
স্বরণ কায়েমে তুলে
দেল কাবায় মুসাল্লা বিছাওনা।

লাবিবের হয়না সে নামাজ
যে নামাজে সবাই কি ছাড়ে মন্দ কাজ
দূর হলোনা ফাসাদ বোগজ
আমার আত্মজ্ঞান হাসিল হলো না।

রচনাকাল – 23/05/2013

আপন খবর