লাবিব মাহফুজ
আশা ছিল যাবো পাড়ে
ত্বরায়ে এই নদী,
আমার পথের সম্বল ভাঙা তরী
শক্তি দাওগো বিধি।
পাড়ে যাবার আশা এ অন্তরে
আমার পাল যে ছিড়া, হাল যে নড়বড়ে
বড় বড় তুফান দয়াল
বুকে লইয়া কাঁদি।
এ দরিয়ার নাইরে কোনো কূল
ভবে কূলহারা কলঙ্কী আমি, জিবনটাইতো ভুল!
সত্য ছেড়ে সুপথ ছেড়ে নামলাম সাগরে
অতল ও দরিয়ায় কাঁদি দয়াল, তুমি কোন পাড়ে!
হাত বাড়াও এ আমার পানে, শক্তি দাও আমার পরাণে
পূণ্য ধামে ফিরবে লাবিব, তোমারে পায় যদি।
রচনাকাল – 25/06/2011