কবিতা – দোযখ থেকে বেহেশত

লাবিব মাহফুজ

যখন, হাশরের কঠিনতম সময়ে
বিবর্ণ মুখমন্ডল সমূহ তটস্থ থাকবে
ভয়ে! যখন –
হিসাবের এক একটি মেরুতে দাড়িয়ে
সমগ্র মানব-মন্ডলী! গুণে চলবে
এক একটি ক্ষণ! দোযখ থেকে
পরিত্রাণের! এক একটি আহাজারি
ভেসে ভেসে ভারী করবে
হাশরের গরম হাওয়া –

আমি! হাতের মুঠোয় শক্ত করে
চেপে ধরে হাতখানি তোর!
ছুটে চলবো দোযখ থেকে দোযখে,
গভীরতম গহ্বরে!
পারিজাত মন্দারের রেসালাত
বহন করে সর্বাঙ্গে –
মগ্ন হবো অগ্নিশয্যায়!

একটি বন্ধুত্বের বিনিময়ে- দোযখ-কে
বেহেশতে পরিণত করার
অসীম প্রত্যাশায়!

রচনাকাল – 10/08/2020

আপন খবর