লাবিব মাহফুজ
অমূল্য যে নিধি চাহি
ঘুরে ফিরি চরাচরে,
আমার মাঝেই সে ধন আদি
রয়েছে গুপ্ত আকারে।
সৃজিলেন জগৎ খোদা আপনও নূর দ্বারা
বানাইয়া ভ্রমান্ড সকল, সৃষ্টি করিলেন খাড়া,
সর্বভূতের আদি প্রাণ, সেইতো সত্য ভগবান
রহিলেন পাক সোবাহান, সৃষ্টিরও মাঝারে।
খাড়া করে মানব দেহ প্রেম লিলা সকাশে
ছড়ালেন জ্যোতি তাহার, মানবের চারপাশে,
মানবের স্পন্দন মূলে, খোদা রয়েছে ভুলে
আপন পরিচয় তুলে, হইতে ব্যাপ্ত সাকারে।
প্রেমময় পরম পুরুষ, প্রেমাঞ্জলির কারণ
ঘুরিতেছে দ্বারে দ্বারে, ভুলিয়া নিজ কানন,
হাতে লয়ে প্রেমও মালা, জগত করে উজালা
অধম লাবিব চায় সে প্রেমও ডালা, লইতে শিরোপরে।
রচনাকাল – 24/03/2013