কবিতা – বৃষ্টি

লাবিব মাহফুজ

চপল প্রাণের মোর ব্যাকুল ধারা
নীল গগনের কোলে ছিল লুকায়িত,
আজ কার যেনো পরশনে, খুলেছে দুয়ার
ঝড়িছে ফোটায় ফোটায়, বরষায়, অবিরত।

সকল দুয়ার মোর রুদ্ধ করে
খুলেছে বাদল ধারার দুয়ার,
প্রাণের প্রাণান্তরে।

আজ জলহীন মরুর বুকে
ভেজা পদ্মের পরশ সুখে,
নিরালায়, বরষায়, হলাম তৃষিত
অনন্তের এই অশ্রান্ত ধারা
সকলি ভুলায়ে মোরে, তব তরে, করিল বিমোহিত।

রচনাকাল – 12/10/2015

আপন খবর