লাবিব মাহফুজ
বক্ষে তোমারে ধরিতে প্রভু
হেথায় আসিলাম ছুটে,
চিরকালের মোর এ যাত্রা পথে
অনন্তের পথে ঘাটে।
আপনার আপন হয়ে ওগো তুমি
অনন্তে ছিলে এতকাল,
তাইতো আজিকে ধরিতে তোমায়
ফেলিলাম হৃদয় জাল।
মোর হৃদি নিশানা তব তরে প্রভু
তোমারে পাইতে প্রাণে,
আরতীর ডালা মোর হৃদয় দেউলে
সাজালাম সযতনে।
হৃদয়ের আকুলতায় গড়িলাম তব পথ
আসিও সে পথ ধরে,
মোর সকল প্রতীক্ষা শেষ হবে প্রভু
আসিলে প্রাণের পরে।
মোর নয়ন জলের পিচ্ছিল পথে
হাটিয়া আসিও সখা,
মোর হৃদি পত্র পরে লিখিও প্রভু
বিরহীর ভাগ্যলেখা।
রচনাকাল – 30/07/2019