সংগীত – জাগায়ো না তারে

লাবিব মাহফুজ

জাগায়ো না তারে, জাগায়ো না হায়
লুটায়েছে যে জন, প্রেম বেদনায় –
নীল শারাবে, বিরহ-বিভবে, মরিয়াছে স্মরিয়া যে
প্রিয়ায় রাঙা পায়! জাগায়ো না তারে, জাগায়ো না হায়!

না তুলিও তারে, বিদীর্ণ যে প্রাণ
লুটায় পথে প্রিয়র’ শত অভিমান!
ধরিয়া নয়নজলে, বিরহ ঠুলি ঠেলে
আসিছে বাহিরে – ব্যাথাদীর্ণ কায়!
সে ব্যাথা তুমি বুঝিবেনা সখি!
মরিতে দাও তারে, প্রেম যাতনায়!

না শুনাইও তারে সখি, সান্তনা বাণী
কাঁদিয়া ভাসাইতে দাও, পরানখানি!
তিলে তিলে, আঁখিজলে, যাক ভেসে যাক
বিরহ ক্ষত তার কভূ না শুকাক!
বিরহ-ই তার দেয়া, শাশ্বত প্রণয়!
মরিতে দাও তারে, বাঁচাইও না হায়!

রচনাকাল – 17/07/2021

আপন খবর