লাবিব মাহফুজ
মন পাখিরে –
মায়া ছেড়ে আস তোমার আসলও নীড়ে।
ধোকায় পড়ে না চিনলে সে ধন
তোর জিবন যাবে আধারে।
চিন খোদা আদি নিরাঞ্জন
সে রূপের নাই কোন বিভাজন
কোথা সে ধন পাবি অবুঝ মন
সে একেশ্বর থাকে কোন ঘরে।
সৃষ্টি জোড়া যে বিরাজমান
কোথায় তাহার কুরছি আসন
কোন রূপে সে হয় দৃশ্যমান
দেখবি তারে কোন আসরে।
অধম লাবিবের হলনা এ জ্ঞান
হলনা তাই সাধন ভজন
মুর্শিদ রূপ কর অন্বেষণ
বাতুন পাবে জাহেরে।
রচনাকাল – 15/12/2013