কবিতা – গোপন বারতা

লাবিব মাহফুজ

আমি শুনেছি প্রাণের প্রতিটি অশ্রুত সংগীত
যা নীরবে বেজে চলেছে, জীবনের গতিপথে,
আমি দেখেছি প্রাণের সকল অদৃশ্য অনুভব
যা শূণ্যে চলেছে ভেসে, নিয়ত সময় রথে।

প্রাণের কানে কানে প্রকৃতি সদায় বলিতেছে যে কথা
আমি অতি সন্তর্পনে শুনিয়াছি তাহা, গোপন সে বারতা।
আমি যে অসীম, চির নিত্য প্রাণ, জগতের মুলাধার
বুঝিয়াছি আজ, আমিই সকলের অনন্তের অনাদী সার।

আমার অসীম চিত্তে,
চির নিত্য সদায় খেলা করে হেথা, আমারি হৃদয় প্রান্তে,
সুরসাকী সদা গেয়ে যায় গান, আমার প্রাণেতে রাত্রদিন
শাশ্বত সে মহান, এ সুরলোকে সদা, জাগিতেছে অন্তহীন।

আমি ধরিয়াছি তাহারে আমার প্রাণেতে আজিকে
ছিল যে চিরকাল, আমার জীবনের গতিপথে,
আজ পূর্ণ হলাম আমি, পেয়েগো সে ধন
যে মহাকালে ছিল অনন্তে, নিয়ত সময় রথে।

রচনাকাল – 01/07/2018

আপন খবর