লেখক – লাবিব মাহফুজ চিশতী
যখন আমি পড়তে বসি
বইয়ের পাতার ফাঁকে,
ডানা মেলে জাপটে ধরে
কল্পনা আমাকে।
যখন আমি ভূগোল পড়ি
চাই ভূগোলবিদ হতে,
ইতিহাস বইটি খুললে
রাজনীতি চাই করতে।
অর্থনীতি পড়ে আমি
ব্যবসা করতে চাই,
ধর্ম বইয়ে চোখ বুলালে
অমৃত সুধা পাই।
বাংলা পড়ার সময় চাই
খাঁটি বাঙালী হতে,
ইংরেজী বই হাতে নিলে
সেটায় উঠি মেতে।
কিন্তু যখন বিজ্ঞান আর
অঙ্ক সামনে পড়ে,
তখন শুধু বুকের ভেতর
দুরু দুরু করে।
রচনাকাল – 06/06/2011
লেখক – লাবিব মাহফুজ চিশতী