কবিতা – মুহাম্মদ রাসুল

লেখক – লাবিব মাহফুজ চিশতী

হযরতে মুহাম্মাদ আমার প্রিয় নবী
দিবানিশি অন্তরে আঁকি তোমার ছবি।

১৪০০ বছর আগে এসেছিলে
দুনিয়ার পরে সত্য প্রচারিলে।

করোনি আপোস তুমি মিথ্যার সাথে
সত্যের জলন্ত প্রদীপ ছিল তোমার হাতে।

চরিত্র ছিল তোমার মধুর মত
চরিত্রে হলো মুগ্ধ বিশ্ববাসী যত।

আদর্শবান, ন্যায়নিষ্ঠ, রহমতের সাগর
তুমি ছিলে আল আমিন সত্যেরই আগার।

মাত্র ৬৩ বছর বয়সের কালে
আমাদের একা করে গেলে কোথায় চলে।

দিয়ে গেছো শ্রেষ্ঠ ধর্ম আদর্শের ইসলাম
মানি যেনো আমরা সবে, জগৎবাসী তামাম।

পীরের সুরে সুর মিলিয়ে করি যেন কবুল
লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মদ রাসুল।

রচনাকাল – 25/06/2010
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর