সংগীত – ঈমান ও আমানে তুমি

লাবিব মাহফুজ

ঈমান ও আমানে তুমি
রাহমাতাল্লিল আলামিন,
ফানাফিল্লাহ হবে জাতে
তোমাতে হলে বিলীন।

কলেমার স্বাকারে তুমি, ইল্লাল্লাহের মূল
লা ইলাহায় তুমি ছাড়া, নেই কোনো মকবুল।
নিরাকারের আকার তুমি, বিশ্বাসীদের ধ্যান।

পাঁচ জাত সাত সিফাতে তুমি, অখন্ডে রও চিরকাল
আশেক জনার চোখে তুমি, নফি ও এসবাতের মূল।
আসরারুল এলাহী তুমি, খোদারী দর্পণ।

পাঁচ সাতের প্রেম হিল্লোলে গাহে তোমারী কাওয়াল
বারোর মাঝে আশেক দেখে, বারোরই শেকেল।
অধম লাবিব বলে রাসুল তুমি, হও জীবের জিবন।

রচনাকাল – 08/11/2015

আপন খবর