সংগীত – দোসর বিহিন একেশ্বরে

লাবিব মাহফুজ

দোসর বিহিন একেশ্বরে, ছিলেন যখন পরোয়ারে
নিরূপে রূপ নিরাকারে, মহাশুণ্যে অবস্থান
এস্কে হয়ে মাতোয়ারা, আপন রূপ করলেন সৃজন।

প্রকৃতি মাঝে পুরুষের ঘর, আহাদে আহমদ তৈয়ার
মোহাম্মদে হইলো প্রচার, করতে সৃষ্টির প্রেম সাধন।

মোহাম্মদী পাক নূরেতে, জগৎ সৃষ্টি হয় কুদরতে
পুরুষ বসলো আসনেতে, আদমেতে হয় সন্ধান।

জন্ম মৃত্যুর অতীত যিনি, আদমে লুকালো তিনি
লাবিব কয় সে রূপ নূরানী, মানুষ তত্ত্বে হয় দর্শন।

রচনাকাল – 05/07/2015

আপন খবর