লেখক – লাবিব মাহফুজ চিশতী
চলিতে লাগিলেন –
উত্তপ্ত মরুময় দুর্গম শুষ্ক পথে।
চলিতে লাগিলেন –
নির্ভীক সাহসীকতায়, সত্যের প্রদীপ হাতে।
পৌঁছিলেন গিয়ে সুন্দর ওই তায়েফ নগরে
জানালেন গিয়ে, লা শরিক খোদা, মানো আল্লারে।
শুনিল তারা, কিন্তু
আল্লাহর সৃষ্টি কান দিয়ে নয়, যেনো কাফেরী অন্তরে,
শুনিয়া তারা, কি করিল, কি করিল হায় –
নিষ্ঠুর পাথরে –
ক্ষত বিক্ষত, রক্তে জর্জরিত, বিশ্বের মহামানব
কাঁপিয়া উঠিল আসমান জমিন, কাঁপিল না ওরা দানব।
বিশ্বের মহামানবের –
মাথার রক্ত পড়িল পায়ে, খড়মের ধারে
এ কোন সত্যের খেলা –
রুক্ষ মরুর আদিগন্তে সেদিন
ভেসেছিল নির্দয়তার ভেলা।
পাথরের আঘাতে হলে অজ্ঞান তিন তিনবার করে
এতোটুকু ওদের উদিল না দয়া, মহামানবের পরে।
খুলতে গিয়ে পায়ের খড়ম, খোলা যায়না আর
সেদিন কত কষ্ট পেয়েছিল হায়, পাক নবী সরোয়ার।
কিন্তু কাউকে দাওনিকো বদদোয়া, অভিশাপ
সবাইকে তুমি করে দিয়েছো, বড়ই সুন্দর মাফ।
ধন্য তোমার জিবন, তোমার আদর্শ সুমহান
ধন্য ধন্য প্রিয় মুহাম্মদ, চুমি তোমার দু চরণ।
রচনাকাল – 02/05/2011
লেখক – লাবিব মাহফুজ চিশতী