আপন ফাউন্ডেশন

কবিতা – মদিনা থেকে মক্কা

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

ইসলাম প্রচারের দায়ে
দেশ হতে দিলো তাড়ায়ে,
ঠাঁই পেলো গিয়ে মদিনায়,
ইসলাম প্রচারিল
সত্য সু-প্রতিষ্ঠিল
সেখানে অনেকগুলো বছর কেটে যায়।

যখন ১০ বছর যায় হয়ে
১০ হাজার সৈন্য নিয়ে
আগায় নবী মক্কারও পানে,
মক্কা করিলে জয়
থাকবেনা কোনো ভয়
ইসলাম প্রচার কারণে।

মক্কায় প্রবেশিল
কোনো বাধা না অসিল
রক্তপাতহীন দখলও মক্কার,
মক্কার লোক ভয় পাইল
মুহাম্মদ কেনো আসিল
প্রতিশোধ লইবে আমাদের ওপর।

রাসুল প্রতিশোধ নিল না
কাউকে শাস্তি দিল না
সবাইকে মাফ করিয়া দিল,
এতোবড় মহানূভবতা
দেখেছো কে কোথা
জন্মভূমিকে আপন করে পেল।

রচনাকাল – 19/04/2009
লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles