লাবিব মাহফুজ
উদ্দিপ্ত তারুণ্য আছে শুধুই তোমার মাঝে
ক্ষাত্রঃশক্তি জাগ্রত করতে
তোমাকেই সাজে।
নির্ভিক প্রবল তুমি সবুজ চঞ্চল
রজোঃ আর তমোঃ কে শাসিতে
তুমিই আসবে কাজে।
ক্লৈব্য, জড়া আর নৈরাশ্য আসবেনা তোমার ধারে
ঐশীশক্তিতে বলীয়ান, স্বতঃগুণে মহিয়ান
ব্রাহ্মঃশক্তি তোমার মাঝারে।
ঋণ, ব্যাধি, অভাব, দৈন্য আর আলস্যের
অবুঝ তরুণ তুমি এর নও ভাগীদার
বাঁচাও তুমি তরুণ এবার বাঁচাও সকলেরে।
রচনাকাল – 12/10/2012
“কাজী নজরুল ইসলাম এর প্রবন্ধ বাঙালীর বাংলা পাঠের পর প্রতিক্রিয়া”