লাবিব মাহফুজ
আঘাত যতই দিবি মোরে
ততই তোরে চাইবে প্রাণ,
তোর অবহেলার বিষের বেদন
বাজায় মনে প্রলয় তান।
কেমন করে দূরের সুরে
বাজলি আবার আমায় ছেড়ে
আমি তো তোর, তোরি তরে
আমায় দিলাম বিসর্জন।
যদিও বা অন্য কোথাও
আমায় ফেলে হৃদয় সাজাও
সেও তো আমি, এ প্রাণ মাঝেই
তোর অভিসার, প্রণয় আসন।
রচনাকাল – 01/08/2018