সংগীত – আমি তো ভালো থাকি

লাবিব মাহফুজ

আমি তো ভালো থাকি
জোছনার মতো, নদীর মতো
সুখে দুঃখে, করে মাখামাখি!
বয়ে যায় দিনরাত
কালের খাতায়, বৃথা
করি আঁকিবুকি!
আমি সাগরের মতো ভালো থাকি!

আমি ভালো থাকি রোদে ভাসা
মেঘের মতো!
আমি ভালো থাকি পায়ে পেষা
ফুলের মতো!
ভালো রাখে রাত মোরে
স্বপ্ন জালে!
পাখি করে দিন রাখে
স্মৃতির ডালে!
আনন্দে, বেদনায়, প্রাণ সুখেই রাখি!
আমি আমারি মতো ভালোই থাকি!

রচনাকাল – 11/09/2018

আপন খবর