কবিতা – প্রায়শ্চিত্ত

লাবিব মাহফুজ

প্রেম যদি হয়ে থাকে এমনই –
অশ্রুজলে লিখা একটি কবিত মাত্র!
তবে সে প্রেমকে চ্ছিন্ন কাগজের মতোই
ছুড়ে ফেলতে চাই ডাস্টবিনে!
এমন প্রেম আমি চেয়েছিলাম তোমার থেকে
যে প্রেমে অশ্রুজল নয়,
হৃদয়মূল উপরে আসবে যন্ত্রনায়!
ত্রিভুবনের প্রতিটি অনুতে অনুতে ধ্বনিত হবে
যে যন্ত্রনা – হাহাকার!

যদি আমার অন্যায় হয়ে থাকে তোমাকে ভালোবাসায়
আমি প্রায়শ্চিত্ত করতে চাই –
দাউ দাউ করা প্রজ্জলিত অগ্নিশিখায়!
জানো, আমার হৃদয়ে ফোটা এক ফুল
যা সৌরভ ছড়িয়েছে আমার জগৎময় –
অগ্নিশিখা ম্লান হবে!
ফুলরূপে বিরাজিত হৃদয় অগ্নির তাপে
যে আগুন তুমি দিয়েছো আমায়।

রচনাকাল – 09/06/2015

আপন খবর একটি সুফি সেবামূলক প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম।

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর - Apon Khobor