লাবিব মাহফুজ
শ্রী চরণও বিনে গতি নাই ভূবনে
চরণ ছায়া হয়ে প্রভূ, তোমার পেতে চাই,
চরণ ছাড়া কোরোনা হে সাঁই।
দয়াল গো আমার –
চরণ ছাড়া কোরোনা হে সাঁই।
রাধা সম আকুলীনি হইয়া ধরায়
চাতক সম চাহিতেছি, শুধু যে তোমায়।
দিয়ে প্রেমও সুধা, মিটাও প্রাণের ক্ষুধা
যেনো তোমার শ্রী রূপ রহে, নয়নে সদাই।
পতঙ্গ সম নিজেকে আহুতি দিয়ে
পুড়িতেছি দয়াল তোমার শ্রী চরণ চেয়ে।
রাখ নিধুবনে, শ্যামরূপ দরশনে
ও রূপ দেখিতে দেখিতে যেনো বৃন্দাবনে যাই।
রচনাকাল – 088/01/2019