লাবিব মাহফুজ
এ কাব্যতীর্থে, স্বাগত সকলেরে
প্রাণের ভাষায় কথা কহিবারে –
নিখিলের আদি প্রাণের দেউলে
জ্বালিতে আরতীর ধূপশিখারে।
জ্বালো জ্বালো আরো আলো
আরো ধূপধুনি জ্বালো
মৃদঙ্গ তালে তালে, জগৎ সংসার ভালে
লিখে যাও নবরবির কিরণধারে
নতুন পূজার ডালায় কাব্যভরে।
এ নব বৃন্দাবনে, ঢালো অর্ঘ্য সযতনে
প্রাণের স্ব-প্রান্ত হতে, অনন্তের অশ্রান্ত পথে
লিখে যাও অবিরাম মুক্ত হাতে
লীন করে দাও নিজেরে জগতে!
এ তীর্থ মাঝে তব স্বরূপ সায়রে
স্বাগত, স্বাগত, কাব্যবাসরে।
রচনাকাল – 26/07/2019