লাবিব মাহফুজ
আমি প্রতিনিয়ত ভালো বাসি গো তোমারে
আমি প্রতি দিন গান লিখি, তোমারী সুরে।
তোমার নুপুরেরও ছন্দে, নাচি প্রাণানন্দে
ফিরে ফিরে আসি তব স্বরণ বাসরে।
আমি প্রতিদিন শুনি মোর শ্যামেরও বাঁশি
আমি রাধা সম যমুনার পাড়ে ছুটে আসি –
কায়েসের মনে আজ, লাইলীর বধূ সাজ
হেরী অপরুপও রূপ, হৃদয় মন্দিরে।
হৃদ মঞ্জরে মোর, তব পদ চিহ্ন আঁকা
হে গিরীধারী, মনহারী, ঐ নয়ন বাকাঁ –
দু ধনুকের ব্যাবধানে, রেখ মোরে প্রতিক্ষণে
হৃদয় অনঙ্গে মোর ধ্যান সিন্ধু পাড়ে।
রচনাকাল – 27/07/2019