সংগীত – কত নির্ঘুম রজনী পোহায়

লাবিব মাহফুজ

কত নির্ঘুম রজনী পোহায়
তোমার চরণ বন্দনায়,
আমি আঁখির সলিলে রচি গান প্রভু
তোমার স্বরণে বেদনায়।

চরণে তোমার প্রভু বহে যে ধারা
গঙ্গা, যমুনা, স্বরসতী,
আমি ভেসে যাই প্রিয়, সে স্রোতে নিয়ত
আপনারে দেই তব চরণে আরতি।
গানে গানে প্রিয় পূজিবো তোমারে
আমারি হৃদয়ের পূজার সভায়।

যেদিন প্রিয় তব শ্রীরূপ খানি
হৃদয়ে প্রথম উঠিল জাগি,
সেদিন হতে প্রভূ চরণে তোমার
করিয়াছি নিজেরে সকল ত্যাগী।
আমি আজো অবিরাম প্রভু লিখে যাই গান
গানে, গানে দিবানিশি পাইতে তোমায়।

রচনাকাল – 04/08/2019

আপন খবর