সংগীত – তারে কি ডাকা যায়

লাবিব মাহফুজ

তারে কি ডাকা যায়?
যেজন সদা হৃদয়ে রহে নিভৃতে নিরালায়!

হৃদয়ে তাহার হৃদয়ও রাখি
পরানে পরান করে মাখামাখি
সুখে সুখি, দুঃখে দুঃখি
নিরবধি, ভালোবাসা যায়!
তারে কি চাওয়া যায়?

যে জন সদা হৃদয়ে আমার
ধুপশিখা সম জ্বলে রয়!
কি করে তারে টানিবো নিকটে
সে যে সদা বহমান মোর হৃদয় তটে,
যে রহে চিরকাল, জেগে চিত্তপটে
অনন্তর, অন্তরায়!
তারে তো শুধু ভালোবাসা যায়!

রচনাকাল – 19/09/2020

আপন খবর