লাবিব মাহফুজ
আমি তো এমনি রবো নিত্য মহাকালে
শাশ্বত চিরন্তন জগতের ভালে!
কালের খেয়ায় ভাসিব, অনন্তে অন্তহীন
অপরিবর্তনীয়, চিরকালের আদী মুক্ত প্রাণ।
নদী যেমন তেমনিতো বয়ে বয়ে যায়
নদী বদলায় না শুধু কূল বদলায়।
সাইমুম ঝড়ে মরুর ঢেউ বদলায়
মরুভূমি আগেকার মতো পড়ে রয়।
আকাশ যেমন তেমনই নিত্য সুনীল
বয়ে যায় নিয়ত সব মেঘের মিছিল।
পথ যেমন তেমনি তো রহে চিরকাল
শুধু আসে যায় পথ মাঝে পায়ে পেষা ফুল।
আমি চেয়ে থাকি নিতি ঐ গোধূলীর পানে
একই রূপরঙে সে লুকায় প্রতিদিনে!
আবরণ প্রতিদিন বদলে যাবে
জগত যেমনি তেমন অনন্তে বহিবে।
আমি ত্রিজগতে আপনারে সাজাবো অসীম
অনাদী অব্যয় ধামে জ্বেলে মানস পিদীম।
আমি সকল ছাড়ায়ে একক আমার পরিচয়
একত্বে, অনন্তে, চিরকালে আমি মুক্তিময়।
রচনাকাল – 09/01/2019