লাবিব মাহফুজ
প্রভু তুমি কি আজো শিশুর মতো
নিয়তির খেলা খেলো,
আজো কি তোমার চরণে বাধা
নূপুর নয়নে মেলো?
বাজাও কি আজো নয়নও বীণা
চরণও পদ্মরাগে,
শোন কি আজো মাতম তারার
প্রভাত যখন জাগে?
তোমার সকাশে পূর্ণ মরম
কোনো অপূর্ণ সাধের বেদনায়,
কাঁদে কি কখনো অপূর্ণ প্রাণ
পূর্ণতার অভিপ্রায়?
যবে আমি চিনেছি তোমায়
ব্যাকূল কি তুমি আগের মতোই
আমায় লুকাইতে আঁচল ছায়?
রচনাকাল – 05/04/2018