লাবিব মাহফুজ
হে সত্য, নিত্য, মুক্ত জ্বালাময়
তব আঘাতে আজ জাগিবে মরা
কাটিবে সংশয়!
দয়াময় তব নাম ত্যাজি আজ
হও পাষান, নাও আঘাতের সাজ
তব প্রলয় নাচন দেখে কাটুক
জড়তা আর ভয়।
আজ দাওগো বেদন, দাও ক্রন্দন
বক্ষে দাও বিষবারি জ্বালাতন
আঘাতে আঘাতে কালনিদ্রা ভাঙাও।
তব আঁখির বানে রক্ত স্রোতে
মুছে দাও জীর্ণ প্রাণ –
জেগে উঠুক মানব শায়রে
শ্রেষ্ঠতারই বোধন।
আজ প্রলয় সুন্দর ধরার তরে
আনো ডেকে তারে উন্মাদ করিবারে
বিষ বাসুকীর জ্বালা ছড়াও
মানবের প্রতিটি ঘরে!
তব হিংস্র ছোবল সুধা পিয়ে যেনো
জাগে মানব!
ইসরাফিলের প্রলয় গঙ্গা তীরে!
রচনাকাল – 25/04/2018