লাবিব মাহফুজ
তোমার খুশবুতে প্রিয় আমি নিজেরে করেছি দামি
নিজের জন্য নয় প্রিয়তম, শুধু আসবে বলে তুমি!
সকল যখন সঁপিনু চরণে, শুণ্য প্রাণের পরে
রাজাধিরাজ, তব আচমন, হেরিতেছি মোর দ্বারে!
শারাব সুধায় রাঙিয়ে হৃদয় আসো প্রাণে সুমহান
নিজেরে হারায়ে তোমারই সুরে তুলিবো ভৈরবী তান!
প্রেমের বাসরে যদি না থাকে বেদন, না থাকে যন্ত্রনা
কি করে তারে বাধিবো প্রাণে, রবো বাধনে আপনা!
প্রিয় তুমি আসিলে পরে, মোর দেহ হবে তীর্থভূমি
যতনে তোমারে সাজায়ে হৃদে, ত্যাজিবো আমারে আমি!
রচনাকাল – 19/07/2018