লাবিব মাহফুজ
ও তার কি অপরূপ রূপের শোভা দেখে নয়ন না জুড়ায়
আমি দিবানিশি চাইগো দয়াল
হেরিতে রূপ জ্যোতির্ময়।
ঐ রূপে যার ধরেছে নয়ন
তার ভব বন্ধন ঘুচে গেছে সে ত্বরাইছে শমন
সে রূপ সুধায় মাতাল সর্বক্ষণ রূপ সাগরে ডুবে রয়।
আঁখির কোনে সাধো তারে মন
অহর্নিশি থাকো প্রাণবন্ধুর রূপেতে মগন
সে রূপ তোমার নিরিখ ধিয়ান বরযখেতে রও সদায়।
লাবিব কান্দে লইয়া অবুঝ মন
ভব পাড়ে নাই আর তরী বিনা শ্রীচরণ
পাপী দেহ করতে তারন উঠাইও রূপ কাঠের নায়।
রচনাকাল – 15/08/2018