লাবিব মাহফুজ
নিগুঢ় প্রেমের আচার কেমন
শিখাও মোরে দয়াল হরি
নূর কে বিভাজন করে
কোন রূপে হও অবতারি।
কোন রূপ ধরে ছিলে আগে
সৃষ্টির পূর্বে অখন্ড ভাগে
এবার প্রকাশিত হও কোন রাগে
জানাও মোরে লীলাধারী।
তব লীলা বেশে পূর্ণ সকল
লীলায় স্থিত অখন্ড কালে
জানাও মোরে ওহে দয়াল
লীলার ভেদ মোর হৃদয় ভরি।
নিগুঢ় প্রেমের স্বরূপ ধারা
জগত ব্যাপি প্রকাশ করা
অধীন লাবিব কয় সে রয় অধরা
নবী আলীর রাহাধারি।
রচনাকাল – 29/08/2018