লাবিব মাহফুজ
এ অবিরাম বরষা!
এমনও বাদলও ধারা!
বৃষ্টির ছন্দে, আনন্দে এ মন
হইল আপন হারা।
আজি মোর হারাহিয়ার খোলা বাতায়নে
চেয়ে থাকা কাজ মোর, ঘুমঘোরে, অলস নয়নে।
হেরিতেছি রূপ তার, অনিবার, ধরনীর পলে পলে
রিমিঝিমি বরষার, চারিধার, আপনারে ভুলে।
হে বরষা, গেয়ে যাও গান
বৃষ্টির সুর ছন্দে তোমার মুখর কলতানে –
যেনো এ প্রাণ সহসা আজি, উঠেগো জেগে
উন্মাদনাময়, নৃত্তরত, তব চরণ পরশনে।
আরো ঝরে যাও, ধুয়ে মুছে নাও
আত্মার যত আবিলতা –
নির্মল করো মোরে, নিরাবিল প্রেম ও ভরে
বৃষ্টির মতো মোরে দাও উন্মত্ততা।
বাদল ধারা যেনো মুছে দেয়, মোর সকল আত্মগ্লানি
পঙ্কিলতা সব ধুয়ে মুছে দাও, দাও মর্ত্যে স্বর্গ আনি।
এ বরিষণ, যেনো আনে জাগরণ, এ ধরনীতলে,
প্রতি বর্ষায়, এ প্রাণ যেনো, দীপশিখা সম রয় জ্বলে।
রচনাকাল – 19/12/2017