লাবিব মাহফুজ
ত্বরা করে চলরে ওমন আজমীরেতে চল
সেথা নিত্য বেশে ফুটে আছে গুলবাঁগিচার ফুল।
সে যে অনন্ত ধনে ধনী মহাজন
দিন রজনী বিলাতেছে প্রেমো রত্ন ধন।
একবার দেখিলে ঐ চিশতীর বাগান, হইবি পাগল।
ধরায় সিনায় সিনায় যে ভেদ রয় প্রচার
সে ভেদ নবী হতে করে অধিকার –
তুমি জানাইলে জগত মাঝার, মারফতি মুকুল।
খাজা তোমার চিশতীয়া হয় পারের ও তরী
পাঞ্জাতনকে সঙ্গে নিয়ে করতেছো ফকিরি।
অধম লাবিব চায় তরীর হাজিরী, করিও কবুল।
রচনাকাল – 02/11/2020