সংগীত – ত্বরা করে চল রে ওমন

লাবিব মাহফুজ

ত্বরা করে চলরে ওমন আজমীরেতে চল
সেথা নিত্য বেশে ফুটে আছে গুলবাঁগিচার ফুল।

সে যে অনন্ত ধনে ধনী মহাজন
দিন রজনী বিলাতেছে প্রেমো রত্ন ধন।
একবার দেখিলে ঐ চিশতীর বাগান, হইবি পাগল।

ধরায় সিনায় সিনায় যে ভেদ রয় প্রচার
সে ভেদ নবী হতে করে অধিকার –
তুমি জানাইলে জগত মাঝার, মারফতি মুকুল।

খাজা তোমার চিশতীয়া হয় পারের ও তরী
পাঞ্জাতনকে সঙ্গে নিয়ে করতেছো ফকিরি।
অধম লাবিব চায় তরীর হাজিরী, করিও কবুল।

রচনাকাল – 02/11/2020

আপন খবর