সংগীত – তুমি স্বরূপ দয়াল

লাবিব মাহফুজ

তুমি স্বরূপ দয়াল ধরি বিভূতি রূপ
আসিলে অরূপ হতে, আমারি কানন
আপনাতে হতে মত্ত, আপে নিরঞ্জন।

সকল রূপকে সঙ্গী করে
ছিলে নিত্য মুখফি ঘরে
পুশিদাতে সপ্তসুরে
কুন ধ্বনিতে রও মগন –
আপনারে দেখবে বলে
করলে সৃষ্টির আকিঞ্চন।

সপ্তসুরে তুলে ধ্বনি
পঞ্চতারে বাজাও বাণী
বারো কারে আসো পেশানি
আব্দুল্লাতে প্রকাশন –
এবার বোবায় কথা বলে
অন্ধে দেখে এ ভূবন।

অধম লাবিব রইল মূর্খ অতি
না চিনিয়া বারোর গতি
স্বরূপে না হলে মতি
কি হবে মোর শেষ নিদান –
গুরু রূপরে সঙ্গী করে
ত্বরাও এবার ভয় তুফান।

রচনাকাল – 02/02/2023

আপন খবর