লাবিব মাহফুজ
চাও যদি মন তারে
ঐ শ্রীচরণে নিয়ে শরণ –
ধরো সেরূপ রূপ নিহারে।
সে রূপ সনাতন স্বরূপ ঘরে রয়
আপনাতে ডুব মারিলে, তারে ধরা যায়।
এবার জাগাও আপন, আপনারে, গুরু চরণ ধরে।
নিষ্ঠা ভরে শ্রীচরণে, সঁপিলে আপন
আপনাতে মূর্ত হবে দয়াল নিরঞ্জন।
সে পতিত পাবন হয়ে তোমায়, নিবে উদ্ধার করে।
গুরুপদে অধম লাবিব ভক্তিহীনা অতি
নাই নিবেদন, চরণ শরণ, অবুঝ মূঢ়মতি।
শ্রী চরণে এই আকূতি, না ফেলো আধারে।
রচনাকাল – 09/07/2020