কবিতা – জগতের প্রণয়িনী

লাবিব মাহফুজ

হে জগতের প্রণয়িনী
প্রণয়ডোরে বাধিলে আমার
তৃষিত হৃদয়খানি।

জগতের সকল সুখ দুঃখ হতে
ফিরায়ে আমারে তোমার পানেতে
তোমার চরণে কৃপা করে প্রভু
ঠাঁই দিলে প্রাণখানি।

হে অনন্তের প্রণয়িনী
হে সুন্দরের সুরধ্বনী
তব সুন্দর মাঝে পঙ্ক যে আমার, বেসুরো বেদনায়
আশালতা কুঞ্জে নিরবধি প্রভু, নিত্য শরণ চায়।

তব চরণ মহিমা তলে আমার যা আছে প্রভু
সকল দিলাম আনি
তোমার অনন্তে মিশাইতে আমার,অনিত্য সত্ত্বাখানি
হে আমার প্রণয়িনী।

রচনাকাল – 15/12/2017

আপন খবর