কবিতা – শাশ্বত সুন্দর তরে

লাবিব মাহফুজ

অনন্তের যে অশ্রান্ত পথিক, এথায় এসেছে গো পথ ভূলে
দুরাকাশ হতে ধুমকেতু সম, আমার ভাগ্যরেখার কূলে।

আমি হতভাগা অনাদরে তারে, ভুলিয়া রইয়াছি তায়
সেতো দিবাযামিনী মোর তরে শুধু, কাঁদিয়া চলেছে হায়।

বিলায়েছে নিজেরে যে মহাপ্রাণ, মোদের কল্যাণও লাগি
আমাদের তরাইতে যে শাশ্বত সুন্দর, সারানিশি রয়েছে জাগি।

তার তরে মোদের কোথা সে প্রণতি, কোথা সে ভক্তি প্রেম
তাহার চরণে সঁপেছি কি মোরা, কলুষে ভরা এ অনিত্য জনম।

ভাবি আজ, অলক্ষুনের তিলক রেখায়, অঙ্কিত যে মোর প্রাণ
সে সুন্দর ও তরে, হবে কি কবুল, আমার এ আত্মবলিদান!

হে চির সুন্দর, হে চির নিত্য, হে মহাকালের কান্ডারী মোর
ছোটো এ প্রাণের ছোট আকুলতা, গ্রহণ করো স্ব-কৃপাতে তোমার।

তোমার চরণের প্রভু অমৃত দ্বারে, ভিখারী বানাও মোরে
সকল ত্যাজি যেনো তোমারেই চাই, আমার হৃদয়ও মন্দিরে।

রচনাকাল – 12/04/2018

আপন খবর