সংগীত – আমায় কোনো প্রশ্ন কোরোনা

লাবিব মাহফুজ

আমায় কোনো প্রশ্ন কোরোনা
আমি যে তার প্রেমে দিওয়ানা।

আমি যে তার পথের ধুলো
পথে পড়ে রবো,
আমি জনম জনম প্রতিক্ষিয়া তার
চরণে জড়াবো।
আমি এ ছাড়া আর ভব মাঝে
কিছুই জানিনা।

আমি যে আজ ত্যাজিয়াছি আপনারে
তার হয়েছি দাস,
যেনো সে দিনরজনী রাখে চরণে
এইতো অভিলাষ।
তার অপরূপও শ্রীরূপ ছাড়া আমি
কিছুই দেখিনা।

প্রশ্ন যত জীবন পথের
আমার উত্তর জানা নাই,
আমি জীবন যৌবন সব হারাইয়া
শুধুই তারে চাই।
শুধু সে ছাড়া লাবিবের দীলে
নাই অন্য বাসনা।

রচনাকাল – 12/09/2020

আপন খবর