সংগীত – ঐ যে বসন্তের কাননের পথে

লাবিব মাহফুজ

ঐ যে বসন্তের কাননের পথে
মন তোর তরী তে তোল পাল,
ওরে আধার ঘনায় দিবাকাশে
কাটাইসনে আর কাল!

গেলো ফাগুন, উষা লগন
দক্ষিনা মলয় –
মোহনীয় রূপের চ্ছটা
বিবর্ণ যে হয়!
রবি আর কতকাল নেশার ঘোরে
বদ্ধ আঁখি খোল!

ছিলে কুঞ্জবনে, বধূ সনে
সুখের ফুলশয্যায় –
আজ বহুদূরে, পারাবারে
ভাসিতেছো হায়!
এ দূর বিজনে বন্ধু ছাড়া
ওগো আর কতকাল!

ঐ শ্রীরূপ হেরী, সুর লহরী
জাগে মধূর ঝংকার –
পাইলে তারে হৃদ কাননে
হারাইও না আর!
লাবিবের এই নয়ন যুগল সদা
করো গো শীতল।

রচনাকাল – 05/12/2021

আপন খবর