লেখক – লাবিব মাহফুজ চিশতী
তোমার কলঙ্ক হার নিলাম দয়াল
আমার গলায় তুলে –
যা খুশি তা করো দয়াল, ভাসাও চোখের জলে।
ধুকে ধুকে যে অনলে জ্বলি নিশিদিন
আমার ব্যাথা বুঝেনা কেউ, সকলেই পাষাণ।
আমায় পুড়াও আরো মনের মতন, বিরহ অনলে।
না পারি বলিতে দয়াল, বুকের ব্যাথা মুখে
আমার বুকের কান্দন দিনরজনী, ঝড়ে পোড়া চোখে।
আছি আমি কত সুখে, ফিরে না দেখিলে।
চিতার অনল জ্বলে আমার বুকের গহীনে
কাটেনা দিন রাত্রি আমার, দয়াল মুর্শিদ বিনে।
অধীন লাবিব বন্ধুর পানে, জ্বলে প্রেমানলে।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 29/05/2025