আপন ফাউন্ডেশন

Tag: ভালোবাসা

ভালোবাসা

গোলাম রাশেদ ভালোবাসো মানুষ কে ভাইজাতির বিভেদ না করে তাইশাস্ত্রে গ্রন্থে রয় লেখা,একই প্রভুর সৃষ্টি সবেপার্থক্য তাই ক্যামনে হবেমানুষ প্রভুর হয় সখা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টানসকলের...

অনুবাদ – ভালোবাসার চল্লিশ নিয়ম 7&8

বিশ্বাস কে আজীবনের জন্য চিরসঙ্গী করে নাও। যাই হোক না কেনো, প্রভু তো রয়েছেন। কেনো ভয় তোমার? বিদায় জানাও সমস্ত হতাশাকে।

কবিতা – বিদায়

বিদায়ের মালা হতে সুতার বাধন, খুলে দেখি প্রতি ফুলে, বিদায় লগন। যে বিদায় মোরে কাঁদায় নিয়ত, ভাষায় অশ্রুনীড়ে, মালা হয়ে সেই, গলেতে আমার

কবিতা – প্রাপ্তি

কেন বিধি আমারে, বারে বারেকোন বাসনায়, ফিরাইলে, পাষাণের দুয়ারে? নির্জিব অক্ষম, ধরার ধুলায় করিলে এ হৃদয় কোন ছলনায়

কবিতা – প্রাণের বাঁধন

প্রাণের এ বাধন, পারবিকি এড়াতে পারবিকি কখনো, অবহেলে মোরে ভূলে যেতে? তোর প্রতিটি ভঙ্গিমায়, প্রতিটি শ্বাস-প্রশ্বাসের নিরব দান।

কবিতা – প্রায়শ্চিত্ত

প্রেম যদি হয়ে থাকে এমনই -অশ্রুজলে লিখা একটি কবিত মাত্র! তবে সে প্রেমকে চ্ছিন্ন কাগজের মতোই ছুড়ে ফেলতে চাই ডাস্টবিনে!

কবিতা – পৃথীবির সাথে সম্পর্ক

হে পৃথীবি, তুমি আমায় কি দিয়েছো? তুমি আমায় দিয়েছো ব্যাথা, আমার চারধারে বাড়িয়েছ শত্রু। তোমার জন্যই সমস্ত ব্যাথাগুলো ঘিরে রেখেছে আমায়।

কবিতা – কল্পনা

আজি ওগো প্রিয়া তুমি মোর, সঘন আষাঢ় রবষণে, নিশিথ সুর। গভীর মায়াবী নিশি, স্নিগ্ধ আলোকময় সাজে, বিন্দুস্ফুটিত বৃষ্টিজল! স্বচ্ছঢলে ঐক্যতান বাজে।

সংগীত – কুসুমিত মোর প্রণয় চিত্তে

কুসুমিত মোর প্রণয় চিত্তে, হে প্রিয় রাখো তব রাঙা দু চরণ। তব প্রেম রূপ রহে যেনো নয়নও পাতে, যেন দৃষ্টিপথে প্রেমও ‍বৃষ্টি, ঝড়ে অনুক্ষণ।

সংগীত – মন চায় প্রিয় তোরে

মন চায় প্রিয় তোরে, দেখি দুনয়ন ভরে, মেটেনা তৃষ্ণা হেরিয়ে, মুখখানি তব, জোছনা বিভব, আধার প্লাবনে আলো দেয় ছড়িয়ে।

সংগীত – প্রেম সকাশে প্রেমও আশে

প্রেম সকাশে, প্রেমও আশে, কত সাধক নিরজনে, ডাকছে বলে হরি হরি, শ্রী গোবিন্দ, দেখা দাওগা মোর সনে। - লাবিব মাহফুজ

সংগীত – প্রেমও মালা চেয়ে গলে

প্রেম ও মালা চেয়ে গলে, কান্দি আমি দিবারাতে, যে প্রেমের কারণ, সাঁই নিরাঞ্জন, করছে কত লিলা জগতে। - লাবিব মাহফুজ

সংগীত – দীপ জ্বেলে আজো আমি

দীপ জ্বেলে আজো আমি বসে থাকি প্রিয়। জানি তুমি আসবে ফিরে, জানি হৃদয় কোনে তুমি বসবে ঘিরে। লাবিব মাহফুজ।

সংগীত – হৃদয় প্রদীপ জ্বেলে

হৃদয় প্রদীপ জ্বেলে, দোতরা সুর তুলে, গাই কোন সুরে গান আমি, গাই কোন সুরে গান! গভীর নিশিথে একা, মন বলে পাবো দেখা, সুরেতে শক্ত হয় মায়ার বাধন।

সংগীত – অভিমানে দূরে সরে

অভিমান এ দূরে সরে চলে গেলে কেনো তুমি। চিনলেনা ভালোবাসা, ব্যর্থ জনম নিয়ে, কাঁদি শুধুই আমি। লাবিব মাহফুজ

সংগীত – আমি বিরহের গান শুধু গাই

আমি বিরহের গান শুধু গাই, এছাড়া জিবনে মোর নাই কিছু নাই, আমি বিরহের গান শুধু গাই। সংগীত - আপন খবর। বিরহের গান।

সংগীত – পাথরের আঘাত ও মন

কেনো তুমি আজ প্রিয়া একটি কথাতেই, কেমন যাতনা দিলে হৃদয়ে! কাঁদলেও হাজার জনম- জানি এ ব্যাথা, যাবেনা অশ্রুজলে ঝড়িয়ে।

অনুকাব্য – আমি জন্ম জন্মের পিপাসিত

যেজন মজেছে সখি কালার পিরিতে, মহাভাবের ভাবুক সেজন, ভাবসাগরে রয় নিমজ্জন, প্রেম অগ্নি বান ঝরে সদা, তার নয়ন পাতে

অনুকাব্য – স্বর্গীয় সুখের বেদনা

স্বর্গীয় সুখের বেদনায়, নীলাভ বদন মোর রহে নিত্য বিষাদময়। যেজন করে সদা স্বর্গেরে সৃজন, আপনারই বক্ষে লুকায় তাহার জগতের সব বেদন!

অনুকাব্য – প্রাণ নিরত অনুরাগে

প্রেম! স্নিগ্ধ নয়, দগ্ধ করো মোরে। চন্দনে নয়, কলঙ্গ তিলকে –ভাসাও অবিরাম' বিভূতি বিহারে। যুগ যুগ সম্ভব! পুলক সম্ভারে!

অনুকাব্য – তোমারে ভালোবাসিবার সাধ

যদি নিশার শেষে, ভালোবেসে, সুর সাধো মোর গানে, আমিও সকল ছাড়ি, রইবো পড়ি, তোমার আলিঙ্গনে!

অনুকাব্য – স্মৃতির মিনারে মুরতী তাহার

একটা সকাল কেনো আলোয় ভরাও, বাকী সকালগুলোকে করতে আধার। এক জীবনে কেনো দাও এত ভালোবাসা, বাকী জীবনগুলো করে প্রেমহীন পাথার।

১/৩ আধ্যাত্মিকতা’র বিকশিত পথ সুফিবাদ

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এ শ্রেষ্ঠত্ব এসেছে তার মেধা, গঠন ও সুরত শৈলীর কল্যাণে। সে সৃষ্টিকে এমন করে সৃজন করে কুল আলমকে করেছে সুশৃঙ্খল, প্রাধান্য পেয়েছে প্রভুত্বের। মহান আল্লাহ পাক এই মানুষের মননে ছাবেত হয়ে তার প্রশংসার সবটুকু কুড়িয়ে নিয়েছেন।