আপন ফাউন্ডেশন

Tag: সুফিবাদ

সংগীত – কেমন তোমার লীলা খেলা

কেমন তোমার লীলা খেলা বুঝি কেমন করে, ফেরেস্তারা সেজদা করে মাটির আদমরে। বানাইলা কাদামাটি দিয়া, মাটির আদমরে। লাবিব মাহফুজ

সংগীত – আমার মন পাখি যায় কোন’সে দেশে

আমার মন পাখি যায় কোন সে দেশে, একা একা উড়ে, ধরবো কেমনে, বাধবো কেমনে, শিকল দিয়া তারে। লাবিব মাহফুজ

সংগীত – বিনয় করি দয়াল তোরে

বিনয় করি দয়াল তোরে, এ দেহ মন প্রাণ, রাখিস তোর চরণের পরে, আমায় সর্বক্ষণ। - লাবিব মাহফুজ

সংগীত – কেমন খেলা খেলাও মাওলা

কেমন খেলা খেলাও মাওলা, এ দেহ মাঝারে, আমি অধম অন্ধ বধির, চোখ নাই দেখিবারে। লাবিব মাহফুজ

সংগীত – আগুন পানি মাটি বাতাস

আগুন পানি মাটি বাতাস, এক জায়গাতে করি, বানাইলা জড় পিন্ড, মধ্যে আলো ভরি, কি এক আজব প্রাণী মাওলা, বুঝতে নাহি পারি।

সংগীত – আমার পরাণও পাখি

আমার পরানও পাখি, আমায় দিবে ফাঁকি, কান্দাবে এ দেহখানা, ভাঙা পঁচা এ ঘরের ধার, পাখি ধারে না, ও পাখি বন্দী থাকবে না।

সংগীত – এ দেহ মন প্রাণ

এ দেহ মন প্রাণ, আমার এ জিবন আমি, সঁপিয়াছি তব পায়, থাকতে চাই আমি সারাক্ষণ, তব করুণায় প্রভু তব করুণায়। লাবিব মাহফুজ

সংগীত – বিশ্বাসীগণ শুনরে শুন

বিশ্বাসী গণ শুনরে শুন, ভবের মায়ায় থাকবি কদিন, কুরিপুর তাড়নায় - রাখলে রোজা হবি সোজা, নফসে মুৎমাইন্নায়। লাবিব মাহফুজ

সংগীত – হযরতে মুহাম্মদ মোস্তফা নবী

হযরতে মুহাম্মদ মোস্তফা নবী। দুই নয়নে দেখবো কি আর, নবী তোমার ছবিরে। সংগীত - লাবিব মাহফুজ

অনুকাব্য – বোধির দ্বারে দাড়াও দয়াল

লাবিব মাহফুজ - আমি ছুটিবো তোমা পানে, শত জন্মে শত মরণে। যতই বাধুক মোরে ধরার মায়া, আমি টুটিবো নির্মোহে সব পাষান কায়া -

অনুকাব্য – তোমারে পাই যদি

আপনার পানে ফিরে চাও মন, তব হৃদয়ের মানমন্দিরে, চিরকালের গ্রন্থ সেথা করে বিরাজন, পাঠ করো তারে, দিব্যনজরে। - লাবিব মাহফুজ

অনুকাব্য – ধরাতে তুমি অনন্ত জ্যোতি

অনুকাব্য - হে মোর ভগবান, তব প্রেমও রূপ শিখা জ্বালো মম প্রাণে, মোরে নিত্য পরশ করো দান। হে দয়াময়, মহীয়ান। - লাবিব মাহফুজ

অনুকাব্য – বাঁধি আমি কোন মোহনায় ঘর

বাঁধি আমি কোন মোহনায় ঘর! কেনো জনম জনম আসি আমি, শত দুঃখ সুখে ভাসি – এইতো আমার পরম তীর্থ, আমি আমার পর! আমায় আমি খুঁজে ফিরি খুঁজি আমার ঘর।

অনুকাব্য – তুমি দেখা দিবে বলে

মাতাল করে দে আমারে, রূপের শারাব দিয়া, ঐ ডাগর আঁখির নেশার বাণে, বিধুক আমার হিয়া। লাবিব মাহফুজ

অনুকাব্য – প্রাণের ঈশ্বরত্ব বোধ

প্রাণ এর ঈশ্বরত্ব বোধ জাগাইতে চাও? নিজেরে ত্যাজিয়া, মন সুভাবে মাতাও। চির নিত্য পরমাত্মা প্রাপ্ত হতে হলে, দয়াময়ের স্বভাব ধরো হৃদি অন্তঃস্থলে।

অনুকাব্য – পাঠ করো মন আপন দর্পণ

পাঠ করো মন আপন দর্পণ, হৃদ কাবায় যার রয় নিশান, দীল দরিয়ার অতল তলে, হেরা গুহায় রয় কোরান। লাবিব মাহফুজ

অনুকাব্য – গুরু পানে চলো পাগল মন

যুগল চরণ পাইবার আশে, যে বাধা রয় গুরুর দেশে, দয়াময় তার উদ্দেশ্যে, নাযিল করে প্রেমরতন, গুরু পানে চলো পাগল মন।

অনুকাব্য – প্রেমের খেলায় গেলাম হেরে

যদি ভালোবেসে থাকি, নাইবা কাছে এলে, ভালোবেসে গড়বো তোমায়, আমার পলে পলে। নাইবা তুমি এলে – লাবিব মাহফুজ

অনুকাব্য – প্রাণ মহিমার অতল সাগর

প্রাণ মহিমার অতল সাগর, যে নাবিকে দেয় পাড়ি, পায় সে প্রাণের শাখায় শাখায়, শাশ্বত প্রেমের নিত্যবারি। - লাবিব মাহফুজ

অনুকাব্য – মরিবার বড় সাধ জাগে

যার সত্ত্বা জুড়ে প্রেম বিরাজে, দৃষ্টি মাঝে প্রেমের স্রোত, জগত তাহার হয় বৃন্দাবন, ধরার ধূলায় বয় জান্নাত। - লাবিব মাহফুজ

অনুকাব্য – এ জিবন নয়তো সুদূর

এতো প্রভু প্রেম, সারা নিশি জেগে, আঁখিজলে লেখা তার গান, এতো চিরজনমের পাওয়া, জনমে জনমে, অমৃত কুঞ্জে বেধে রাখা প্রাণ।

অনুকাব্য – বিচিত্র তব সৃষ্টি লীলা

দৃষ্টি পথে তব হে মহিয়ান, বিচিত্র তব সৃষ্টি লীলার মাঝে মেলিয়া নয়ন, অবাক বিস্ময়ে, মুগ্ধ চাহনী তব ফিরিছে মম দ্বারে, জানি অপলক নেত্রে তুমি

অনুকাব্য – সিক্ত যে আজ মরণ সুধায়

জীবন প্রাণের রুধির ধারায়, সিক্ত যে আজ মরণ সুধায়, তিলে তিলে গড়ে তোলা জীবন প্রাসাদ, ধুলায় লুটায়ে আজ - লভিতেছি নব স্বাদ।

অনুকাব্য – আমি চিনেছি আপনারে

চির বিচিত্রার অবসান আমি, চাইনা হেন ধামে, স্তব শুধু আমারে তুমি, রাখিও স্ব-সিদ্ধ প্রণামে।