আপন ফাউন্ডেশন

Tag: সুফিবাদ

সংগীত – ভুলতে তোর ঐ নয়ন বেদন

ভুলতে তোর ঐ নয়ন বেদন, সুরের মোহে হই আকুল, সুর সে সুধার ইন্দ্রজালে, নয়ন বানেই বদ্ধমূল। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আজ মনের বনে আকুল তানে

আজ মনের বনে আকুল তানে, ডাকছে ব্যাকূল পাপিয়া, সে সুর সোহাগে মনে জাগে, চপল আঁখির মোর প্রিয়া। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – মুরলীর ধ্বনি শুনি যমুনারও পাড়ে

মুরলীর ধ্বনি শুনি যমুনারও পাড়ে, আকুল ও সুরে সখা যে আমায়, ডাকিছে বারে বারে – গহন ও প্রেমে, বিজনও বনে। সংগীত।

সংগীত – রাখিয়া তাহারে অন্তরও মাঝারে

রাখিয়া তাহারে অন্তরও মাঝারে, বনে বনে কেন খুঁজে ফিরি, হৃদয়ের ধন বাহিরে ফেলিয়া, পরকে খুঁজিয়া আপন করি। লাবিব মাহফুজ।

সংগীত – সাধনও আরতী পরে মোর মানস

সাধনও আরতী পরে মোর মানসও মুরতী, করিয়াছি খাড়া মোর প্রিয় স্বরূপে, ধিয়ানে সে অপরূপ, প্রশান্ত রূপে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – গৃহছাড়া মোর এ উদাস হৃদয়ে

গৃহছাড়া মোর এ উদাস হৃদয়ে, বারে বারে কে যেন কহিছে ডাকি, আসিতেছে সজলও বরষা পোহায়ে, প্রিয়তম মোর, ভেজা পথে পদচিহ্ন রাখি।

সংগীত – কেনো যে তোর তরে মেলিয়া নয়ন

কেন যে তোর তরে, মেলিয়া নয়ন, দেখিলাম অপলক ঐ মায়া রূপ, ও রূপও হেরী মোর জিবনও প্রভাত, নব রবি রাঙা ছবি হলো নয়নের ধূপ।

সংগীত – আপন ভোলা প্রাণের টানে

আপন ভোলা প্রাণের টানে, প্রেম তরঙ্গে ভাসবি যখন, তখন তোর ঐ প্রাণ মহিমা, উঠবে জেগে দীপ্তিমান। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আয় মা শ্যামা জীর্ণ ঘরে

আয় মা শ্যামা এ জীর্ণ ঘরে, তব প্রলয় নাচন, জাগবে বোধন, পরম চেতন, এ সংসারে। আয় মা শ্যামা জীর্ণ ঘরে। লাবিব মাহফুজ।

সংগীত – সুখ যদি পাও দুঃখ দিয়া

সুখ যদি পাও দুঃখ দিয়া, আরো দুঃখ দাও, চাইবো না আর সুখ যে পেতে, অঝোড়ে কাঁদাও। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – যার জন্য মোর কান্দে পরাণ

যার জন্য মোর কান্দে পরাণ, সে যে কত দূরে, সে যে এমন করে ব্যাথা দিবে, ভাবিনি অন্তরে। আমি ভাবিনি অন্তরে। লাবিব মাহফুজ।

সংগীত – প্রাণেরও প্রণতি জানাতে প্রাণপতি

প্রাণের ও প্রণতি, জানাতে প্রাণপতি, ও রাঙা চরণে পুষ্প ছিটাই, মোর কনক ও কাননে তোমার বাসর সাজাই। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আজি মহানন্দে আমি ভাসি

আজি মহানন্দে আমি ভাসি, মহা নির্বাণ তন্ত্র সুধায়, হরষে আমার বিষাদ ধুলি, আনন্দ অশ্রু চরণে লুটায়। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – উঠ জেগে উঠ হে রুদ্র প্রাণ

উঠ জেগে উঠ হে রুদ্র প্রাণ, অনাসৃষ্টির করতে বিধান, কন্ঠে লয়ে ভৈরবী সুর, ধরার ধূলায় গাইতে গান – কালের মহামিলন তীরে

সংগীত – মোর পরাণে বাধিলি যখন

মোর পরাণে বাধিলি যখন, তোর ঐ রাঙা প্রাণ – তোর নয়নে আমার জিবন তারা, হইলো দীপ্তিমান। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – হে অন্তহীন প্রাণ

হে অন্তহীন প্রাণ, আপনার আপনায় তুমি রহিও মগন। অনাদী চেতনার ধামে, অনন্ত অসীমের প্রেমে, প্রেমময়ের রূপ দর্শনে, ভরিও নয়ন।

সংগীত – মোহন বাঁশি বাজেরে যমুনারও তীরে

মোহন বাঁশি বাজেরে, যমুনারও তীরে। হৃদয় আমার হয় উচাটন, সে বাঁশরীর সুরে। ওরে মোহন বাঁশি বাজেরে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – যে ছবি মোর দীলে আছে

যে ছবি মোর দীলে আছে, সযতনে হৃদ মন্দিরে - তারি পানে থাকলে চেয়ে, হজ্জ হবে বাইতুল মামুরে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – তব চরণ ভিখারী হয়ে অনিবারী

তব চরণও ভিখারী, হয়ে অনিবারী, তব চরণও সুধায় আছি হয়ে মশগুল, ও রাঙা চরণও আমার, অকূলের ও কূল। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – রূপময় তোমারী রূপে

রূপময় তোমারী রূপে, সাজাইয়াছো রূপের বাড়ি, রূপ সাগরে ডুব দিতে মন, ধরো চরণ তাড়াতাড়ি। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – গভীরও নিশিথও মাঝে

গভীরও নিশিথ মাঝে নয়নও মেলে, খুঁজি গো তোমারে প্রভূ, খুঁজি গো নিরলে। আমি খুঁজি গো তোমারে প্রভু, খুুঁজি গো নিরলে।

সংগীত – খুঁজলে তারে পাবো কোথায়

খুঁজলে তারে পাবো কোথায়, সে রয়না কভূ দূরে, আছে সেতো বর্তমানে, তোর অন্তরে বসত করে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – ভালোবেসে নয়নবীণায়

ভালোবেসে নয়নবীণায় ভরালে মোর হৃদয় খানি, আপন হারা করলে মোরে, সুর ছন্দ সুধা আনি। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – নয়ন জলে ভাসি বন্ধু

নয়ন জলে ভাসি বন্ধু, তোরে না দেখিয়া রে, পরাণ আমার কেমনে রাখি ঘরে। বন্ধুরে, পরাণ আমার কেমনে রাখি ঘরে। সংগীত - লাবিব মাহফুজ।