আপন ফাউন্ডেশন

Tag: সুফিবাদ

কবিতা – অস্তিত্বের গল্প

উর্ধ্বধামের সপ্তর্ষিমণ্ডল পেরিয়ে, আরো উর্ধ্বে, উঁচু আকাশের প্রেমমন্দির - যেথা সর্বক্ষণ অপ্সরী দের আনাগোনা! সেথা জন্ম আমার। গল্প।

কবিতা – সে

সে বিহনে থাকতে নারি, যে মোর হৃদয়েরও ধন - আমি সপ্তসুরে, প্রাণ শিখরে, চাই তাহার আলিঙ্গন। কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – আমিত্বের কারাগার

আমি ত্যাজিবো আমার ক্ষুদ্রতা সকল, খুলিবো প্রাণের মুক্তির দ্বার, আমি নাশিব সংশয়, ভাঙিব সদর্পে, আমিত্বের কারাগার।

কবিতা – শ্যাম

মম সম্মুখে দাড়াও এসে, ত্রিভঙ্গে হে শ্যাম, তব অধরে মুরলী প্রিয়, বাজাও অবিরাম। প্রিয় বাজাও অবিরাম। কবিতা শ্যাম।

কবিতা – অনুভব

সুখের বাসরে আমি চাইনা তোমায়, তোমারে চাই মোর অশ্রু আঁখীনীড়ে, হাসি দিয়ে তোমায় বাধিবো না কভূ, কাঁদিবো লুটায়ে তব পথের ধারে।

কবিতা – পূজা

আমিতো তোমার পূজা করি, হে মুর্শিদ, হে দয়াময় - "ভালোবাসি খুব" তাই নেই এতে লাজ, নেই সংশয়। কবিতা পূজা। লাবিব মাহফুজ।

কবিতা – সাজ

তোমারে সাজাবো আমার মনের মতো, আমার আঁখির রঙে রাঙিয়ে প্রভু - তোমারে গড়িব অতি যতনও করে, আমার হৃদয়পদ্মে জ্বেলে তব, মহিমা বিভূ।

কবিতা – আলোক পানে

নিয়ত চরণে তব নিরত এ প্রাণ, হে প্রভু, হে খোদা, আল্লাহ, ভগবান। নিয়ত চরণে তব নিরত এ প্রাণ। কবিতা - ভগবান। লাবিব মাহফুজ।

কবিতা – মহাকাল সন্দর্শন

মহাকালের বুকে মোর এ মহাজীবন, কেনো বারে বারে পিছু ফিরে চাওয়া - অতীত! সে তো প্রতিনিয়ত গড়িছে আমারে, আগামীর তরে অতি যতন করিয়া।

কবিতা – রথ

প্রেমের পরশে প্রথম যেদিন, জেগেছিল মোর প্রাণ, সেদিন হতে শুরু এ পথচলা, খুলেছিল সেদিনই বদ্ধ নয়ন। কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – অক্ষমের আহাজারি

আমারি সীমার মাঝে নিত্য খুঁজি আমি, তোমার অনন্ত অপার মুরতী প্রিয়, হে অন্তর্যামী। আমার মাঝে নিত্য খুঁজি আমি। কবিতা।

কবিতা – আগমন

জীবন প্রভাতে, আসিলে সখা, আধারও বিদারী প্রিয় মরমে আমার - এই দেউলে তোমার পূজার ডালি, স্বরন রথে প্রভু সাজাব আবার।

কবিতা – আমার অভ্যন্তর

আমার অভ্যন্তরে যে সুরম্য প্রশান্তিময় উদ্যান, যার সুঘ্রান ছড়িয়ে পড়ছে সপ্ত আকাশ, সপ্ত পাতালে - জগতের সকল প্রাণ, এ কাওসার

সংগীত – বড় অযতনে ডুবছে আমার

বড় অযতনে ডুবছে আমার সাধের দেহ তরী, তবু তুমি না আসিলে, হে ভব কান্ডারী। তবু না আসিলে তুমি। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – অঙ্গেতে রাখিয়া অঙ্গ

অঙ্গেতে রাখিয়া অঙ্গ, জাগাইলে প্রেম তরঙ্গ, মানুষে হইলে অনঙ্গ, দীন দয়াময়। মানব অজুদ ভান্ডেতে তার, নিত্য প্রকাশ হয়।

সংগীত – যেজন আমার মনের মানুষ

যেজন আমার প্রাণের মানুষ, আমি থাকবো সদায় তার সনে, আমি চাইনা আল্লার ওলী হতে, সদায় রবো মানুষ ধ্যানে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমি চাই নিমেষ কালের প্রাণ

আমি চাই নিমেষ কালের প্রাণ। এক মুহুর্তের পলক পরিচয়হঠাৎ বন্ধন। আমি গাইতে চাই নিমেষ কালের গান। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – ভালোবাসিবো তোমায় জন্ম জন্মান্তরে

ভালোবাসিবো তোমায়, জন্ম জন্মান্তরে, শান্তি মুক্তি প্রভু, না চাই আমি কভূ, শুধু তুমি রহিও মোর, হৃদয় অন্দরে। লাবিব মাহফুজ।

সংগীত – যারে পাওয়া যায় আপনায়

যারে পাওয়া যায় আপনায়, তার তরে কেন বাইরে মতি? শুদ্ধ চিত্তে সাধন করো, আপনাতে পরম প্রকৃতি। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – রেখে এ দেহ ভান্ডে ব্রহ্মান্ড খানা

রেখে এ দেহ ভান্ডে ব্রহ্মান্ড খানা, কি খুঁজতে যাও বাহির পানে, সানুরিহিম আয়াতিনা, প্রমাণ দিলা কোরানে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – বাতেনেতে ছিল আমার পরোয়ার

বাতেনেতে ছিল আমার পরোয়ার, তথা হইতে জাহের পানে, দ্বি শক্তিতে হয় প্রচার। বাতেনেতে ছিল আমার পরোয়ার। লাবিব মাহফুজ।

সংগীত – আদি নূরে বিন্দু সৃজন

আদি নূরে বিন্দু সৃজন, বিন্দুতে হয় কূল কায়েনাত, বিন্দুর টানে সিন্ধু প্রকাশ, নুক্তাতে হয় সব মাখলুকাত। লাবিব মাহফুজ।

সংগীত – ছিল অখন্ড নূর নিরাকারে

ছিল অখন্ড নূর নিরাকারে, তথা হইতে পঞ্চকারে, প্রপঞ্চময় রূপ নিহারে হল রূপায়ন, পঞ্চতত্ত্ব মিশে হর এস্কের উদয়ন। লাবিব মাহফুজ।

সংগীত – দয়াল লীলা করে হাইয়্যূন দমে

দয়াল লীলা করে হাইয়্যুন দমে, তিন দ্বারেতে নবী রয় - আমি মূর্খ অতি সে রতিতে, না হল মোর জ্ঞান উদয়। লাবিব মাহফুজ।