আপন ফাউন্ডেশন

Tag: কবিতা

কবিতা – বরষা

এ অবিরাম বরষা! এমনও বাদলও ধারা! বৃষ্টির ছন্দে, আনন্দে এ মন, হইল আপন হারা। এ অবিরাম বরষা। কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – বৃষ্টি

চপল প্রাণের মোর ব্যাকুল ধারা, নীল গগনের কোলে ছিল লুকায়িত, আজ কার যেনো পরশনে, খুলেছে দুয়ার, ঝড়িছে ফোটায় ফোটায়, বরষায়, অবিরত।

কবিতা – অক্ষমের আহাজারি

আমারি সীমার মাঝে নিত্য খুঁজি আমি, তোমার অনন্ত অপার মুরতী প্রিয়, হে অন্তর্যামী। আমার মাঝে নিত্য খুঁজি আমি। কবিতা।

কবিতা – আগমন

জীবন প্রভাতে, আসিলে সখা, আধারও বিদারী প্রিয় মরমে আমার - এই দেউলে তোমার পূজার ডালি, স্বরন রথে প্রভু সাজাব আবার।

কবিতা – আমার অভ্যন্তর

আমার অভ্যন্তরে যে সুরম্য প্রশান্তিময় উদ্যান, যার সুঘ্রান ছড়িয়ে পড়ছে সপ্ত আকাশ, সপ্ত পাতালে - জগতের সকল প্রাণ, এ কাওসার

কবিতা – রহস্য

তোমার আসরার প্রভু সৃজনে এ প্রাণে, লুকায়ে অতি গোপনে খেলিছ এ খেলা - জানিতাম যদি সে অনন্ত লীলা প্রভু, তোমাতেই রহিতাম মগনও উতলা।

কবিতা – সমর্পণ

আমি ফিরে ফিরে আসি ঐ চরণ আলোয়, পতঙ্গ সম পুড়াতে নিজেরে অনস্তিত্বের মত্ততায়! ফিরে ফিরে আসি ঐ চরণ আলোয়। কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – মরণ

আজ বিচূর্নিত মোর আপনত্ব, আমার সকল অভিপ্রায়, আজ নির্লিপ্ত মোর ইচ্ছা সকল। ধরার প্রতি ধুলি কণায়! কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – নির্মাণ

স্বরন পাড়ের এ কাননে, জাগে আশার কনক দেউল। নিরাভরন এ হৃদয় স্রোতে, অচ্যুত প্রাণ হয় ব্যাকুল। কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – বিন্দু প্রণয়

ধরনীর প্রতি পাতায় পাতায়, লেখা ছিল যে নাম, যে জীবন অধ্যায়! কালের সকল বিন্দু বিন্দু দান - লিখেছিল মহাকাব্য বিধির খাতায়!

কবিতা – বন্ধন

অনন্তে হারাতে দিলে বাসনা হৃদয়ে, অসীমতার বন্ধনে বাধা কেনো ডানা? শূণ্যেরে করিতে পূর্ণ এ পথ চলায়, তোমার কিসের ভয়! এ যে মোর উলঙ্গ কামনা!

কবিতা – মানব মহান

খোদার বাণীরে যে প্রকাশে সেই তো মানব, যার হৃদয়ে প্রকাশে সদায় খোদায়ী বিভাব। কবিতা - মানব মহান। লাবিব মাহফুজ।

কবিতা – ভগবানের খোঁজ

খুঁজিতেছো তুমি ঈশ্বরে কে গো, এ বিশ্ব ভূবনে, প্রতি অনু পরমানু, দৃশ্যে, অদৃশ্যে, আসমান জমিনে? পাইয়াছো কি তারে? খুঁজে রাত্রদিন

কবিতা – অবতার

হে যুগস্রষ্টা, তুমি মনোনীত বিধাতার, হে ত্রিকাল-দ্রষ্টা! তুমি প্রেরিত অবতার। হে মহান তুমি কান্ডারী এ ভব সংসারে ।

কবিতা – ফেরা

আসছি আবার ফিরে, জলতরঙ্গে তুলিতে নাচন বনমালীর সুরে সুরে, আসছি আবার ফিরে। কবিতা - ফেরা। লাবিব মাহফুজ।

কবিতা – বিদায়

যারে ভালোবেসেছিলাম, যারে এ প্রাণে চেয়েছিলাম, কোন পরাণে যাবো তারে ভূলে? রেখে যাবো তারে এ আধার গোকুলে! কবিতা।

কবিতা – প্রত্যাবর্তন

ফিরে যাওয়ার তিয়াস জাগে বন্দী হিয়ার মাঝে, আজ মনে হয় কত জনম মোর বাঁধা এ আধার সাঝে। লাবিব মাহফুজ। কবিতা। প্রত্যাবর্তন।

কবিতা – তীর্থ

নিখিলের যত রূপ যত জ্যোতি ধারা, তোমারে দিয়াছে প্রভু কানায় কানায়। আপন সৌন্দর্য্য তুমি ফেলিয়া মলিন, ঘুরিতেছো মিছামিছি পথে পথে হায়।

কবিতা – জিবন পথ

মোর হৃদয় পেছন পানে, কার লাগি যেনো হায়, মন উদাস করা কার বাঁশির সুরে, বারে বারে ফিরে চায়। আমিতো খুঁজে না পাই তারে

কবিতা – চিরকালের আমি

আমি তো এমনি রবো নিত্য মহাকালে, শাশ্বত চিরন্তন জগতের ভালে! কালের খেয়ায় ভাসিব, অনন্তে অন্তহীন! অপরিবর্তনীয়, চিরকালের আদী মুক্ত প্রাণ।

কবিতা – গোপন বারতা

আমি শুনেছি প্রাণের প্রতিটি অশ্রুত সংগীত, যা নীরবে বেজে চলেছে, জীবনের গতিপথে। আমি দেখেছি প্রাণের সকল অদৃশ্য অনুভব

কবিতা – কবির সংসার

ধরার প্রতি অণুতে অণুতে, ছড়ায়ে দিয়েছি প্রাণ মোর, ধরার স্রোতে! আমার প্রাণ শিখা, উন্মত্ত তালে ঘুরিছে দিগ্বিদিক।

কবিতা – আনন্দ

অনন্ত রূপে যখন ছিলাম অখন্ডতায়, নিত্যানন্দে নিত্যরূপে দিব্য জ্যোতির মাঝে - পূর্ণতায় অপূর্ণ সকল শ্বাসরুদ্ধ হয়ে গুমরে গুমরে কাঁদতে ছিল!

কবিতা – আগমণ

হৃদয় দুয়ার খুলিল হঠাৎ তোমার পরশ পেয়ে। আজ টুটিল বাঁধন, মেলিলাম নয়ন - আসিলাম ফিরে ফিরে তোমারী কানন, তোমার সুরের, হৃদ বাসরের, ইন্দ্রধনু বেয়ে।